









করো’না আবহে স্বস্তি ৷ কলকাতায় ভারী পতন সোনর দামে ৷ প্রতি গ্রামে আরও সস্তা সোনা ৷ ৷ শহরে ২২ ও ২৪ ক্যারাটে সোনার দামে লক্ষ্যনীয় পতন ৷





২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৫,০৬৩ টাকা (কমেছে ৪৭ টাকা), ৮ গ্রামের দাম ৪০,৫০৪ টাকা (কমেছে ৩৭৬ টাকা), ১০ গ্রামের দাম ৫০,৬৩০ টাকা (কমেছে ৪৭০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,০৬,৩০০ টাকা (কমেছে ৪,৭০০ টাকা) ৷





২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৫,৩৩৫ টাকা (কমেছে ৪৬ টাকা), ৮ গ্রামের ৪২,৬৮০ টাকা (কমেছে ৩৭৬ টাকা), ১০ গ্রামের দাম ৫০,৬৩০ টাকা (কমেছে ৪৭০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,০৬,৩০০ টাকা (কমেছে ৪,৬০০ টাকা) ৷ সোনর দাম কমাতে রীতিমত খুশি মধ্যবিত্ত ৷ গ্রাম প্রতি দাম আরও আকর্ষণীয় হয়েছে ৷ শুধুই শহর কলকাতায় নয়, সারা দেশেই সোনার দাম কমেছে রীতিমত ৷
























