











ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা ময়ূরীর দেখা পাওয়া গেল অনেক দিন পর। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকা এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) এফডিসিতে এসেছিলেন।






এফডিসিতে এসে তিনি জানালেন পাল্টে গেছে তার জীবন। আরও জানালেন নিজের পরিবারের কথা এবং ছবি নিয়ে নিজের ভাবনা। ময়ূরী বলেন, বিয়ের পর সিদ্ধান্ত নিয়েছি আর সিনেমা করব না। আমার এখন দুই সন্তান। মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ছে আর ছেলের বয়স ৩ বছর।






তাদের নিয়েই সব সময় ব্যস্ত থাকতে হয়। মাঝে মাঝে দেশের বাহিরে যাওয়া হয়। সেখানে আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী বসবাস করেন। আমিও সেখানে যাওয়ার চেষ্টা করছি। আবার সিনেমাতে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, এখনও বেশ কিছু কাজের অফার পাচ্ছি।






কিন্তু সবগুলো না করে দিয়েছি। এখন সংসার নিয়ে ভাবছি কারণ অভিনয় এবং সংসার একসাথে দুইটি কাজ হয়না। আপনারা আমাকে সবসময় ভালবাসবেন, পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।






তিনি আরও বলেন, এফডিসি নির্বাচন উপলক্ষে অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, এটা অনেক ভালো লাগছে। আসলে সিনেমা তো অন্যরকম ভালো লাগার জায়গা, তাই এফডিসিতে বারবার আসতেই ভালো লাগে।























