‘রিকশা চালিয়ে বাবা চাল নিয়ে আসতেন দুপুরে, ভাত খেতাম সন্ধ্যায়, ক্লান্ত শরীরে রাতে পড়তে পারতাম না।’ চান্স পেলেন মেডিক্যাল কলেজে।
৪ বোন হওয়ায় কথাও শুনতে হয়েছে অন্যদের। স্কুল কলেজ জীবনে হারিছা প্রায় ৬২টি পুরস্কার পেয়েছেন। তার শিক্ষক তাকে বাবার মত স্নেহ করেছেন।
“গর্বের সাথে বলতে চাই আমার বাবা একজন রিকশা চালক”
রিকশা চালিয়ে বাবা চাল নিয়ে আসতেন দুপুরে, রান্না করে ভাত খেতাম সন্ধ্যায়, ক্লান্ত শরীরে রাতে পড়তে পারতাম না- মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া আফরিন হারিছা।।
চান্স পেলেন মেডিকেল কলেজে। হারিছার জন্য জয়কলি’র পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
রিকশা চালক বাবার মেয়ে চান্স পেলেন রাজশাহী মেডিকেলে
—————————————————————————-
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান কখনও সবজি বিক্রি করেন, কখনও বা রিকশা চালান, দিন মজুর সে। অভাবের সংসারে নিত্য টানাটানি। তবে এখন তার সংসারে যেন ডানা মেলেছে রঙিন দিনগুলো।